ব্যথার কোলাজ মুছে ফেলি
১
আমাদের কিছু মন খারাপ ছিল
আমাদের কিছু অভিমান ছিল
জানানো হয়নি তোমাদের…
ভরাবর্ষায় হাঁসুলিবাঁকের পাশে দাঁড়িয়ে মনে হলো—
জীবন এত ছোটো কেন?
মন খারাপ নিয়ে,অভিমান নিয়ে হেঁটে চলেছি বেশ
আজ যদি জানতে চাও মনের খবর, বলবো— ভালোই আছি।
ভালোবেসে সব সাধ মিটেছে আমার…
২
জনপদ কবিতা হয়েছে
বৈষ্ণবপদে মুখরিত পথ…
জ্ঞানদাস আজও যেন লিখে চলেছেন আক্ষেপানুরাগ
কৃষ্ণরাধা দোল খায় সিংহাসনে
ফুল ঝরে পড়ে শরীরে আমার
অমৃতের সাগরে ডুবে যাই আমরা দু’জন।
৩
নদী লেখে প্রাচীন বটের গল্প
সাঁকোর উপর দিয়ে হেঁটে যায় সকালবেলা
জল কথা বলে জীবন যেরকম…
পথের ফসলে শীতের শব্দেরা টুপটুপ ঝরে পড়ে
কবি চোখ রাখে শাখায়-শিকড়ে
কোটরে কোটরে জমে থাকে অন্ধকার
ঈশ্বর স্থির হয়ে শুষে নেয় সব অপরাধ
পাখির পালকে কুসুমবিকেল
সিঁদুর-হলুদ-লেপা পাথরপ্রতিমায় মাথা পেতে বর্ণমালা চেয়ে নিই…
পথের ফসলে সন্ধ্যা নামে
বনবিবি হাত ধরে নিয়ে যায় প্রত্নজীবনে…
৪
নদীর পাশে জয়দেবের গ্রাম
বর্ষায় নদী আজ পদাবলীকীর্তনে মজেছে
চলো হেঁটে যাই সেই পথে
তুলে আনি সুর…
কৃষ্ণরাধা ধুয়ে দেয় ব্যথার কোলাজ…
৫
ঈশানীর পাড়ে মেঘ উড়ে আসে
এখানে অরণ্য ইতিহাস লিখে রাখে…
সাধক মগ্ন ধ্যানে
বৃষ্টি নামে ইতিহাসে
তুমি-আমি দেবতার থানে বকুল বিছিয়ে রাখি…
৬
কোপাই পেরিয়ে চলে যাই দূরে
মাদলের তালে লোকায়ত প্রেমে আমরা দু’জন…
বর্ষা এসে গেছে বুঝি!
খোয়াই কবিতা লিখবে রোজ
আমরাও মুছে ফেলি ব্যথার কোলাজ…
Leave a reply