যুদ্ধের প্রভুরা (Master of War)
এসো যুদ্ধের প্রভুরা
যারা তৈরি করেছ বন্দুক
গড়েছ মৃত্যু-উড়োজাহাজ
বোমায় ভরেছ সিন্দুক।
দেয়ালে দেয়ালে আড়ালে
লুকিয়ে রেখেছ সেইসব,
পড়ার ডেস্কে লুকোলে
এই বারে শোনো ভাইসব।
এসো যুদ্ধের প্রভুরা,
এখনি জানাতে চাই,
তোমার মুখোশে তাকিয়ে
আমি দেখেছি যে সবটাই।
কিছুই করো না তোমরা
নির্মাণ করো ধ্বংস–
পৃথিবী খেলনা তোমাদের
আমিও পুতুল-অংশ।
হাতে তুলে দিয়ে বন্দুক
লুকিয়ে পড়লে তোমরা,
একছুটে কেটে পড়লে
যখন বুলেটে বুলেটে ছররা।
সেই জুডাসেরই মতো
মিথ্যা প্রবঞ্চনায়,
একটা যুদ্ধ জিতলেও
বুঝিয়ে কোনোই লাভ নাই।
তোমাদের চোখে দেখি
দেখি তোমাদের মেধায়
যেভাবে ড্রেনের জল
সহজেই বয়ে যায়।
ট্রিগারে তোমার আঙুল
অন্যকে করে গুলি
মুহূর্তে ফিরে দেখো
মৃত্যুর ঢলাঢলি।
প্রাসাদে লুকিয়ে দেখছ
তরুণতম-র রক্ত!
নিথর শরীর ভাসিয়ে
কাদায় শুকিয়ে শক্ত।
ছুঁড়েছ খারাপ ভয়
ভয়াল ভয়ঙ্কর–
দুনিয়া মরেছে ভয়ে
শিশু কাঁপে থরথর।
হুমকি আমার শিশুকে
জন্ম হয়নি, নামহীন
তোমার শিরায় শিরায়
রক্তও অমলিন।
কত আর জানি আমি
বলব কতই কথা !
আমাকে ডাকতে পারোই
বালখিল্য বা যা-তা।
অথবা ডেকো তো আমাকে
মূৰ্খ অশিক্ষিত,
যতই হই না ছোটো
আতঙ্কে নই ভীত।
জেনো যীশুও সবার শেষে
করবে না ক্ষমা তোমায়
এই সব কথা ভেবে
আজও আমি গান গাই।
সব শেষে এক প্রশ্ন
করছি তোমায় শোনো
যত টাকা সব তোমার
ক্ষমা কেনে কখনো!
ভাবছ যা তুমি নিজে
টাকাই পারবে পারবে–
তোমার মরার দামটাও
টাকা বুঝি খুঁজে নেবে!
যত যা টাকা তোমার
বানিয়েছ তুমি নিজে
কখনও তোমার আত্মা
কিনতে পারবে কি সে!
আশা রাখি সেইদিন
যেদিন মরবে তুমিও নিজে
চলে যাওয়া দেখে নেব
হলুদ বিকেলে সাঁঝে।
তোমার কবরে দাঁড়িয়ে
শায়িত মৃত্যুবিছানায়,
তাকিয়ে তাকিয়ে দেখব
মৃত্যু জড়িয়ে দু-জনায়।
Leave a reply