বিজনের দাঁড়
এক
ফাঁকে ফাঁকে আলো এসে হত্যার ফাঁকের বিঘত
নখের কুকুরে ছেঁড়া ভ্রান্তিকর খুলির জ্যোৎস্নার
বঁড়শি ছায়ার টোনা। জাদু শোলার ফড়িং
জল আলকাতরা কেকা চাঁদের মাংসের
বিজনের তরে যাওয়া সিম্ফনির খুনের কঠিন
খোপে কাক। খোপে মুণ্ড। সাকিন। বিবাহের বালি
কবন্ধের পাঁজরে বসে মাত্রাহীন দাঁড়ের বিজন
দুই
বিজনের বাসাবাড়ি। কিচকিচে। যৌনসরল
কিচকিচে জগৎ ঢুকছে। কিচকিচে গ্রহের প্লাবন
তাওয়ায় মরচে রাত। ভুনা। ধাতুজ্যোৎস্নার
কিচকিচে ঋতুগন্ধের গান ন্যপকিন মেলছে
কিচকিচে মেঘের বুরুজ
ঘুলঘুলি তোলপাড় লাল হাওয়ার দমক
বিজন বাজছে। কিচকিচে। হাওয়ার ফিরতি
ভাঙা চেলো
তিন
বিজন লম্বা হচ্ছে। কাকডাকা। স্প্রিঙের বিজন
পাথরে নদীর জং। সূর্যাস্ত-থ্যাঁতলানো
বিজন চওড়া হচ্ছে। বিজন মাংসের। হাড়ের নিখিল
খুলির বিজন ডাক। চুইয়ে নামা খোপের বিজন
চার
হাতের বিজনে পাখি
ঝরনার। শুকনো খোলস
মাইলসাতেক পেঁজা। স্বরের মুনিয়া
শোলায় জলের ভোঁ
ঢেউয়ে কোঁদা লোহার বিজন
পাঁচ
ঝিলের কোঁচকানো ডাক বিজনবর্তী
খতবা ততদূর। ঢেউ স্রোতের রসুল
পাড়ে জলের লমহা। বালিজ্যোৎস্নার ছড়
মুরশিদ স্নানের ছটায়
ছয়
জলের বিজন কেটে নৌকোর কাগুজে বিজন
ভ্রান্তি খুলির ডাক। বিজন ভাসছে
গলুই সূর্যাস্তসেঁকা। কুচোনো কাঁসার তীর
মর্মার্থের বিজনে শুধু কাক ওড়ে
মুখে হাড়ের বিজন
সাত
পাখির পর্যাপ্ত লাল সূর্য চাখছে
বিজন-বিজন পেটা। বুরুজের
ঘণ্টা অব্দি
ধ্বনির বিজন দুই টিলার পাথুরে
বোবা। শিখার বধির
Leave a reply