বাঁচতে হবেই
জীবন জেনো নয়তো সহজ, জীবন বড় দামি,
থাকবে আমার কিই-বা, যদি নাই থাকি আর আমি?
থাকতে জীবন তোমার কোনো দাম যদি না থাকে,
কি ভেবেছ,মরে গেলেই মূল্য দেবে লোকে?
করবে সবাই দুঃখপ্রকাশ নামটি তোমার তুলে,
দুদিন বাদেই যাবে সবাই খুব সহজেই ভুলে।
আমার যদি ঘুম না ভাঙ্গে কালকে সকালবেলা,
কারো কিছুই যায় আসে না, আমারই শেষ খেলা।
মাঠ ছেড়ে তাই পালানো নয়- জিততে হবে লড়ে,
না জিতি তাও খেলাই আসল, যাবো না মাঠ ছেড়ে।
নিজেকে তাই ভালোবাসো, সন্মানটাও করো,
‘সফলতা’, ‘সম্পর্ক’, নয় কোনটাই বড়ো।
জীবন আজও সবার চেয়ে দামিই থেকে গেছে,
একটাই যে জীবন সবার,চুটিয়ে নাও বেঁচে।
মৃত্যু কোন নয় সমাধান, বেঁচেই দ্যাখো আগে-
সময় এলেই সবটুকু সুখ পড়বে তোমার ভাগে।
আমার বাড়ি
বাইরে যেটাই হোক ঠিকানা থাকতে যে বেশ পারি-
কারণ আমার আছে যে এক, মনের মধ্যে বাড়ি।
যখন আমি আনমনা হই সবার মাঝে থেকে,
জানবে তখন যাই পালিয়ে সবটা ফেলে রেখে।
ছুট্ দিয়ে এক দাঁড়াই গিয়ে, আমার বাড়ির কাছে,
সামনে যে তার ছায়ায় ঘেরা রাস্তা চলে গেছে।
আমার বাড়ির জানালা দিয়ে, দেখি আকাশ খোলা ,
হাওয়ায় আমার চুল উড়ে যায়, অলস কাটে বেলা।
সারাটা দিন ভাবতে থাকি ভাবনা যত আসে-
আনমনা এক বিকেল এসে বসে আমার পাশে।
সন্ধ্যে হলে গাছে গাছে জোনাকি ঠিক জ্বলে,
একলা ঘরের মায়া আমায় তোমার কথা বলে।
দিনগুলো হয় বড্ড রঙিন, রাত যে মায়ায় ভরা,
সারাটা দিন ধরেই তোমার অপেক্ষা যায় করা।
বৃষ্টি আসে ঝমঝমিয়ে, গাছের পাতায় জল,
মনের দুকুল ছাপিয়ে গেছে, পাইনা যে তার তল।
সময় যেন থমকে থাকে, কিছুর যে নেই তাড়া,
মনের বাড়ি,মনের আকাশ, মনের মত পাড়া।
আমার বাড়ি আমার মতই, খামখেয়ালে ভরা,
সবাই যেন দেখতে না পায়, এমন বাড়ি করা।
চোখ দিয়ে তাই যায়না দেখা, মন দিয়ে যায় চেনা,
পারলে তুমি দেখেই যেও আমার বাড়িখানা।
সময়
সময় কারো ধার ধারেনা, সময় কথা বলে,
সময় কারো গোলাম তো নয়, রাজার মতো চলে।
ভাগ্য ভালো থাকলে বলি, ‘যাচ্ছে সময় ভালো’,
ভাগ্যদেবী মুখ ফেরালে, ‘খারাপ সময় এলো’।
‘এখন জীবন গড়ার সময়’-ছাত্র হলে বলি,
‘সময় যাবে বয়ে’ যদি বেহিসাবি চলি।
‘পড়ার সময় পড়া’যে আর ‘খেলার সময় খেলা’,
শুনে শুনেই যায় যে কেটে সবার ছেলেবেলা।
এমন করেই নিয়ম মেনে সবাই বড় হল,
‘নষ্ট করার সময়’ কোথায়?’কাজের সময়’এলো।
‘সময় দেওয়া’ বড্ড কঠিন, ‘ফাঁকা সময়’নেই,
‘টাকা করার সময়’ এটা,থামার উপায় নেই।
ভালোবাসার নেই যে সময়, সবই হিসেব করে,
ঘড়ির মতই চলছে জীবন, ঘন্টা-মিনিট ধরে।
ব্যস্ত জীবন, করব কখন ‘মরার সময়’বের,
‘কাজের সময়’ পেরিয়ে দেখি বয়স হলো ঢের।
সারা জীবন কাটিয়ে ভাবি, যখন বুড়ো হই,
জীবন গেল বয়ে, ‘বাঁচার সময়’ পেলাম কই?
Leave a reply