কর্ম কারক
যখন তোমরা এই মুহূর্তে আমার কথা শুনছো, তখন শব্দ গুলো, কত মন কে, প্রাণ কে, কান কে, আলাদা ভাবে ছুঁচ্ছে। কারোর মাধ্যমিকের প্রস্তুতি চলছে, কারোর ক্লাস এইটে কয়েকটা বিষয় আয়ত্ত করতে, বাগে আনতে কষ্ট করতে হচ্ছে। কেউ ক্লাস twelve এর পর, জয়েন্ট এ ঠিক মতো সিকে না ছেঁড়ার ফলে, ঠিক কোন বিষয়টা নিয়ে পড়লে, নিজের ভালো, বা বাবা মা খুশি হবে; বা ভবিষ্যতের রাস্তায় কেউ আলো নিয়ে, দাঁড়িয়ে আছে কিনা দেখতে পাবো, সেই চিন্তায় অহরহ আটকা পড়েছে।।
কেউ হয়তো মাস্টার্স এর পর ভাবছে research দিকে রাস্তাটায় বাঁক নি? বা না থাক! চাকরি, বিয়ে, সংসার সার দিয়ে দাঁড়িয়ে, যে যার মতো ডাকছে নিজের পছন্দের ভালোবাসার জামা পরে।।
এক এক জন, কেউ ঘরে, গাড়িতে, ট্রেনে, মনে, রাস্তায়, ট্রামে, বিছানায়, রিকশায়, আকাশ জোড়া চিন্তায়… ওই বৃষ্টি হবার আগে কালো করে আসা, আকাশে টান টান ডানায় চিল যেমন ঘুরপাক খায়, অনেকটা সেরকম ভাবেই হয়তো ঘুরপাক খাচ্ছে।।
দোষ নেই কারোর, জীবনের আকাশটাই অনেকটা এরকম। আমরা যারা, নিজেরা নিজের রাস্তা করে নিতে হবে বলে জানি, বিশ্বাস করি, আর সেই রাস্তায় জেনে না জেনে অনেকবছর আগে থেকেই হাঁটতে শুরু করে দিয়েছি।
সেরকম ভাবে ভেবে দেখতে গেলে, ব্যাপারটা বেশ অদ্ভুত! কত কিছু আসে যায়, এমন কি প্রিয় গানও শুনতে শুনতে তার গায়ে একটু সময়ের মরচে পড়ে, পুরোনো হয়ে যায়। কিন্তু নিজে কি করতে পারি! কি করা দরকার, আর কি সত্যি করতে পারছি, এই ত্রিভুজের বারমুডা triangle থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা কি সত্যি আছে, না আদবে বেরোনোর চেষ্টা করার কোনো দরকার আছে সেটা বুঝতেই জীবনে সন্ধ্যে ঘনিয়ে আসে।।
কি জানি তোমাদের এই কথা গুলো শুনতে কিরকম লাগছে, তবে একটা কথা বলছি, কথা গুলো মনে বেশ দরকারি একটা folder এ save করা আছে।
আমি সবাইকে কুর্ণিশ জানাই, আমরা সবাই, সবাই যারা যে যার মতো করে এই Bermuda triangle এ নিজের জাহাজ চালাচ্ছি, নিজের মতো করে। যারা এর বাইরে দাঁড়িয়ে খুব সহজে judge করছে, মন্তব্য করছে, ঘুরতে থাকা ঘড়ির কাঁটার মতো প্রতি মুহূর্তে ঠিক ভুল বিচার করছে, করতে দাও। ওটা noise, ওটা থাকবেই। বাইরের আওয়াজ তোমার প্রিয় গানটার সবটা শোনা থেকে বাধা দিলে headphone টা যেরকম কানের মধ্যে একটু ভালো করে set করে নাও, ঠিক সেরকম ভাবে নিজেকে গুছিয়ে নাও, গুছিয়ে রাখো। আমি জানি, বিশ্বাস করি, প্রার্থনা করি তোমরা জিতবে, জিতবেই। শুধু মন থেকে চাও, মন থেকে নিজেকে সমর্পণ করো। তারপর ফলাফল যাই হোক, ওই কষ্টের, চেষ্টার, সমর্পণের এক অদ্ভুত শান্তি আছে। সে শান্তি, তোমাকে ছেড়ে যাবেনা কোনোদিন।।
Leave a reply