মায়া শব্দটিকে যদি ফিকশন বলে ধরে নিই, তবে তা কখনোই ইলিউশন নয়। কবিতা মায়া। তবে তা সত্যের মায়া। তাই তা কখনোই ভ্রান্ত নয়। মেধা-ধী-বিচারের উজ্জলতা দিয়ে, রসকে সঙ্গোপনে সঙ্গী করে সাজাতে হয় কবিতার রাজত্ব। কবিতায় নিঃসীম শূন্যের গহ্বর কোনো আকস্মিক পদস্খলন নয়, ভাসমান শূন্যতাকে অতিক্রম করে কবিতা পৌঁছে দেয় মগজের অর্গাজমে যা প্রকৃতপক্ষে ব্রহ্মময় নিরাকার। কবিতা কখনো কাউকে ভ্রষ্ট করতে পারে না বরং মায়া নিয়ে খেলা করতে শেখায়। এ খেলায় লীলাধারক হয়ে উঠলে তবেই কবি হয়ে ওঠেন প্রকৃত অর্থে কবি। ভ্রান্তির শিক্ষা থেকে শিখে, দর্শনের তত্ত্বকে প্রাসঙ্গিক করে, রূপকের ক্ষমতাকে শিকার করে কবিতা প্রকৃতই মায়া।
সম্পাদক শুভদীপ সেনশর্মা মৌমিতা পাল
One comment
Kloiv
Thank you, your site is very useful!
[url=https://worldgreatsuccess.ru/] [/url]