১.
চাদরের একদিকে লেগে আছে
তোমার গেয়ে যাওয়া গান।
অন্যদিকে, প্রাচীন সঙ্গম।
২.
পৃথিবীর বুকে মাথা রাখবো ভেবে এগোতেই দেখি,
সেখানে একটা বালিশ।
বালিশের ঢাকায় কে যেন এঁকে রেখেছে,
গোল গোল রঙিন পৃথিবী।
৩.
এক আশ্চর্য মোহে
শীতের শিরদাঁড়া থেকে নেমে আসে উষ্ণ স্রোত!
এই আমার মায়ের বুনে যাওয়া কাঁথা।
এখন একে ছেড়ে
বসন্তের দিকে এগোই কেমন করে?
Leave a reply