১.
উপত্যকা জুড়ে রঙিন ফুল
দেবীর মতোই ফুটে আছে…প্রেমের দেবী
আঁকাবাঁকা রাস্তায় আমাদের ভালোবাসা স্বরলিপি তৈরি করে সেই দেবীর জন্য
দেবীর কোনো স্তবের প্রয়োজন নেই
কালাপোখরির কালো জলে প্রণাম করি
আমাদের প্রেম বাতাসের হাত ধরে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে নিঃশব্দে রচনা করে চলে
রঙিন বর্ণমালা…
২.
কালাপোখরির কালো জলে কোন কিছুই উড়ে এসে পড়ে না, জানো তো!
কোনো এক পাখি তার ডানায় করে নিয়ে যায় সব পাপ
জল হয়ে থাকে স্থির
অথচ প্রবল বাতাস শনশন বয়ে চলে প্রতিক্ষণ
আমাদের সবটুকু ভালোবাসা মেঘ হয়ে উড়ে যায় কোনো এক রহস্য-লোকে
হিম-শীতল জলের সাথে ফিসফিস কথা বলে…
৩.
পাহাড়ি নদী আমাকে শোনালো রডোডেনড্রনের গল্প
রাস্তাজুড়ে বরফকুচি, নীল আকাশ, কিছু পাখিও বোধহয় ছিল
অভিযাত্রী আমি, ওদের কাছে নত হয়ে শিখে নিলাম যুদ্ধজয়ের কৌশল
নদীর উপর দুলতে থাকে সাঁকো
রডোডেনড্রনের পাপড়ি এসে পড়ে আমার চোখে-মুখে
পাপড়ির ভিতরে আমি দেখি আসন্ন বিপ্লবের গান ফুটে আছে…
৪.
মেঘের উপর আমি
সূর্য ওঠে…
ঘুমন্ত বুদ্ধ জাগে, যেভাবে জেগে ওঠে আমাদের মন
আলো এসে ধুয়ে দেয় মাথা মুখ বুক হাত পা
আমরাও স্নাত হই
স্নিগ্ধ বাতাসে ওড়ে শান্তির নিশান
ডুব দিই শান্তি-সরোবরে…
৫.
কাইয়াকাটা জুড়ে আজও রহস্য
কোনো রক্তের দাগ তো কোথাও নেই
মেঘ-মাখা হোমস্টে
অরণ্যপথে ছড়িয়ে-ছিটিয়ে কত কবিতার পঙক্তি
গৈরিবাসকে পিছনে ফেলে স্মার্ট মেয়েটি এখানে এসেই প্রাণভরে নিঃশ্বাস নেয়
অতীতের হত্যার ইতিহাসে এভাবেই ভালোবাসার রং লেগে যায়…
৬.
পথ নেমে গেছে অনেকটা নিচে
পাইনের বন জুড়ে সফেদ বরফ
কে যেন কানে কানে বলে গেল-
নিসর্গের কোনো শত্রু নেই
আমাদের সমস্ত লোভ সমর্পণ করতে ইচ্ছে হলো
ঠিক সেই মুহূর্তেই শুনতে পেলাম উপত্যকায় প্রতিধ্বনিত হচ্ছে বুদ্ধের কণ্ঠস্বর…
৭.
হুইস্কি অথবা রাম, সঙ্গে কয়েক টুকরো ফ্রেঞ্চফ্রাই থাকলে বুঝি পুরোনো কথা সব মনে পড়ে যায়!
বীরপুরুষদের চোখেও জল আসে তখন
ক্যান্ডেল জ্বলে
নেপালি মেয়েটি একমুঠো ফুল নিয়ে দাঁড়ায় দরজায়
আমাদের দুঃখ গুলো টুপটুপ ঝরে পড়ে চাঁদের আলোয়…
৮.
লেপচাজগতে তেনজিং সুন্দর করে সাজিয়েছে ওর ঘর
বারান্দায় কত না ফুল
এখানে মেঘই ঘরের লক্ষ্মী হয়ে থাকে
আমি ওদের কিই বা দিতে পারি?
বরং ওদের কাছ থেকে নিয়ে আসি বেঁচে থাকার ভাষা
পুতুলনগরীতে আমার ঘরও সেজে উঠবে ঠিক দেখো…
৯.
কুন্দন
কি সুন্দর নাম বলতো!
পাঁচদিন পথ চিনিয়ে নিয়ে গেল আমাদের
পাহাড়ের পথে পথে ও রোজ খুঁজে চলে ওর প্রেমিকাকে
উত্তরাখন্ড থেকে লাদাখ… লাদাখ থেকে সিকিম
কত না পথ
পথে পথে কত না প্রেম
পাহাড়, অরণ্যের গন্ধ…নদীর আলিঙ্গন
ওর তো পাগল হয়ে যাবার কথা
হে প্রকৃতি, তুমি ওকে এতো ভালোবেসো না গো…
Leave a reply