১.
অন্তঃসত্ত্বা হলে বমি পায় খুব
আমি অন্তঃসত্ত্বা হইনি
অন্তরে সত্তা বহন করেছি অনেক
অন্তরে সত্তা বহন করেছি অনেক
প্রেম হলে তীব্র কান্না পেতে থাকে
বমি ও কান্না খুব কাছাকাছি
২.
গ্রহণ করেছি বললে কম বলা হয়
বলি অর্জন
তুষার ও বুদ্ধের কাছে রেখে যাবো কৃতজ্ঞতা
উত্তরপুরুষ সমালোচনা লিখবে ভ্রুবলয় জুড়ে
বলি অর্জন
তুষার ও বুদ্ধের কাছে রেখে যাবো কৃতজ্ঞতা
উত্তরপুরুষ সমালোচনা লিখবে ভ্রুবলয় জুড়ে
৩.
তোমাকে পূর্ণ করে ভাবি
সন্তানও সঙ্গীসহ
সবকিছু সংবিধান শাসিত হয় না জানি
রক্তে হিমোগ্লোবিন কমছে একথা ঠিক
তাজমহলের বুকে মরচে পড়ে না কোনদিন
সন্তানও সঙ্গীসহ
সবকিছু সংবিধান শাসিত হয় না জানি
রক্তে হিমোগ্লোবিন কমছে একথা ঠিক
তাজমহলের বুকে মরচে পড়ে না কোনদিন
৪.
মাঝ রাস্তা পার হয়ে এলেও
আরো মাঝ রাস্তা বাকি থাকে,
যেমন অর্ধেক রাত্রির শেষে বাকি অর্ধেক
এভাবেই ভোর হয়
দি গুড মোরো টু আওয়ার ওয়াকিং সোলস
আরো মাঝ রাস্তা বাকি থাকে,
যেমন অর্ধেক রাত্রির শেষে বাকি অর্ধেক
এভাবেই ভোর হয়
দি গুড মোরো টু আওয়ার ওয়াকিং সোলস
৫.
বন্ধুরা ঠিক টের পায়
কিভাবে যে ফুলের গন্ধ লেগে থাকে গায়ে
চোখের পাপড়িতে লজ্জাবতীর ট্যাকটিকে
বাল্যশিক্ষা, টিচার্স ম্যানুয়াল
মুখ টিপে হাসে
কিউপিড সেওকি হাসছে!
কিভাবে যে ফুলের গন্ধ লেগে থাকে গায়ে
চোখের পাপড়িতে লজ্জাবতীর ট্যাকটিকে
বাল্যশিক্ষা, টিচার্স ম্যানুয়াল
মুখ টিপে হাসে
কিউপিড সেওকি হাসছে!
Leave a reply