১.
জীবন এক ছাড়পত্রের অন্ধ শিকড়
মায়াবী রাত যখন যুদ্ধ শেষের মধুরাতে
ক্ষমতাচ্যুত রাজার মতো প্রতীক হয়ে যায়
শালবোনের অবিন্যস্ত চাঁদনিই
ছাপ রাখে জখমের
সর্বনাশ তো মনের হয়
রাজপথ উপলক্ষ্য…
২.
শিথিল কর্নিশের
আবছা বাসন্তী রং
যেন বিবস্ত্র স্বপ্নে আলোর সন্ধান
ভেজা মাটির সোঁদা গন্ধে পা ভেজায় পরিখা
চৌমাথা পেড়িয়েই পুর্বপুরুষের প্রেমের গোঁসাই
পৃথিবীর কতো পথ…
৩.
জাতুগৃহে এসে ঠেকে প্রেমের সন্ধিক্ষণ
জোনাকিরা পাহারা দেয়
স্তব্ধ কেসারু
নীরব দস্তাবেজ
৪.
ঝরে যায় বিকালের দুর্লভ ফুল
টানে টানে,বহুবার, সাঁকো
দেবসেবায় বঞ্চিত অজস্র পারু
কাঁদে
নিভৃতে….
ফুঁ
১.
রক্তমাংসের ভিতর মাটির চাপাই
ডানাকাটা হাড়
কাঁপাজল চোখ
সহ্য করতে করতে চুপ
২.
রোদ নেই
যেন প্রস্তুতঠাঁসা ভাঙন
৩.
কারাবন সেলাই করতে করতে
সামলে রেখেছি বাঁশি
দেখি তবু আর ফুঁ আসে না
দাহকাঠ
১.
এ নিঃস্ব
অন্ধরাতের শ্মশান
২.
চুপবলয়
ঘূর্ণির মতো ওড়ে
৩.
জোনাকিরা
আলো নিয়ে গোনে
কালোদিঘির অশ্রুচোখের ফোঁটা
৪.
লালন, ঘুমের ভিতর জন্মফুল ফোটায় কে ?
৫.
ওই পোড়ে ওই পোড়ে দ্যাখো
ভোগের রক্তদাগ ও কালজড়ুল
ওই পোড়ে ওই পোড়ে দ্যাখো
ভোগের রক্তদাগ ও কালজড়ুল
One comment on “কবিতা : পিন্টু পাল”
Bodhisattya Pal
অপূর্ব। প্রত্যেক টাই দারুন বিশেষ করে শিমুল ফুল।