মেঘেরা নাইতে গেলে
১.
কয়েকটি হাড়
নাহলে চৈত্রের রাতে কালান্তক যম!
নাহলে চৈত্রের রাতে কালান্তক যম!
বসন্ত ছিলোনা যৌবনে
আর তাই, শেষ আশায় তুমি নেই।
আর তাই, শেষ আশায় তুমি নেই।
আত্মরতির সম্মোহনে কাটাই দিন।
নাহলে, মৃত্যু বহু যুগ।
নাহলে, মৃত্যু বহু যুগ।
নদীর প্রেমে অন্ধ মালগাড়ি,
আর তাই, ইস্টিশনে মৃত্যুর পাহাড়।
আর তাই, ইস্টিশনে মৃত্যুর পাহাড়।
কোন ভয়ে ভয় নেই,
নাহলে মানুষকে বন্ধু ভাবা যেত।
নাহলে মানুষকে বন্ধু ভাবা যেত।
২.
দশমাথা মোড়ে দুঃখেরা খেলা করে
ডালিম বুকে নিয়ে।
কান্নারা আহত হলে বিস্তার পায় রাগ।
দুঃখের বহিঃপ্রকাশে যেন
বজায় থাকে দুঃখের পবিত্রতা।
সমস্ত স্বদেশ ভরে গেছে সম্পর্কের অসত্যে।
ব্যাক্তিগত কান্নায় তাই মিশে থাকে না
প্রাক্-পাঁচালির সরলতা।
আচ্ছা আমি গতিহীন হতে পারি
তোর অশেষ দুর্গতি দেখে!
ডালিম বুকে নিয়ে।
কান্নারা আহত হলে বিস্তার পায় রাগ।
দুঃখের বহিঃপ্রকাশে যেন
বজায় থাকে দুঃখের পবিত্রতা।
সমস্ত স্বদেশ ভরে গেছে সম্পর্কের অসত্যে।
ব্যাক্তিগত কান্নায় তাই মিশে থাকে না
প্রাক্-পাঁচালির সরলতা।
আচ্ছা আমি গতিহীন হতে পারি
তোর অশেষ দুর্গতি দেখে!
৩.
কতদূর হাত বাড়ালে আমার ভেতরটা ছোবে !ভুল বুঝতে বুঝতে অন্ধ হয়ে গেছে।
আমার কীর্তি র কথা ভেবেছ কখনো!
( ভুল করতে করতে খাদের অন্তহীন
আবর্তে তলিয়ে যাওযাই আমার ভবিষ্যৎ )
( ভুল করতে করতে খাদের অন্তহীন
আবর্তে তলিয়ে যাওযাই আমার ভবিষ্যৎ )
কতটা হাঁটলে লক্ষ্যে পৌঁছানো যায়?
৪.
শেষ ধাপে রোদ জ্বলা আতসকাঁচ
আগুন জ্বেলেছিল ওদের সম্পর্কে-
প্রেমিক সাজাটা বেশ স্পর্শকাতর বিষয়।
রোদ – ঘাম – চুমু আর আদর,
ভিক্ষুক অথচ ভিক্ষুক নই ব্যাপার।
রোদ – ঘাম – চুমু আর আদর,
ভিক্ষুক অথচ ভিক্ষুক নই ব্যাপার।
তুই আর আমার ডাকের মাঝের উস্কানিটা যাই থাক,
আমার যা কিছু নিজস্ব তাও মৌলিক নয় ধরেই
তোকে সমর্পণ করেছিলাম।
আদরের চোরাবালিতে কথারা অসংলগ্ন।
ধূসর স্মৃতি তাই বিধিসম্মত আজ!
তাই তোকেই দিলাম আমার নিদ্রাহীন রাতের কলুষিত ধারাপাত।
চোখের জল আর আগুন দুই গুপ্ত থাকে-
বন্ধুত্বে যদি ধিক্কার সাক্ষী মানে।
আমার ধিক্কারে সৃষ্টি হোক বহু বৃষ্টি-রাত।
আমার যা কিছু নিজস্ব তাও মৌলিক নয় ধরেই
তোকে সমর্পণ করেছিলাম।
আদরের চোরাবালিতে কথারা অসংলগ্ন।
ধূসর স্মৃতি তাই বিধিসম্মত আজ!
তাই তোকেই দিলাম আমার নিদ্রাহীন রাতের কলুষিত ধারাপাত।
চোখের জল আর আগুন দুই গুপ্ত থাকে-
বন্ধুত্বে যদি ধিক্কার সাক্ষী মানে।
আমার ধিক্কারে সৃষ্টি হোক বহু বৃষ্টি-রাত।
চুল্লির ঘুমই তোর কাঙ্খিত হোক।
৫.
শব্দ তোলে মগ্ন সত্তা।
অবিকল কাঠচেড়া
গন্ধটা ধরে রাখব!
অবিকল কাঠচেড়া
গন্ধটা ধরে রাখব!
গন্ধে চিনেছি দৈনিক মাছ।
Leave a reply