১.
গনগনে রাত
খালা ধান সিদ্ধ করে
আনমনে দূরে তাকায়
বলে-
তারাদেরও মৃত্যু হয়!
তাফালে ভাপ ওঠে
দেখি,আগুন শান্ত হয়ে ভাসে
২.
কী রোদ্দুর!
উঠোন খাঁ-খাঁ করে
একটি মৃত ব্যাঙ
পিঁপড়েরা টেনে নেয় ছায়া গহ্বরে
৩.
এ বছর পানি কম
ফুফু মেঘ ভালোবাসে
তার মনকেমনের সুখ
থেমে থাকে,গুমোট স্নায়ুর গভীরে
৪.
আব্বা সুপ্রাচীন নিমগাছ,হাজী
পাঁচ ওয়াক্ত নমাজে তাঁর সংসার
সমস্ত জাঁহান,তেতোরস
ক্রমশ সহজ হয়ে আসে
৫.
কেবল আম্মা পোড়ে
এত আগুন চারিদিক!
দূর আকাশে
কবেকার মৃত তারা মিটিমিটি হাসে
Leave a reply