‘ভোঁপুর বীণাপাণি হাই’ চন্দ্রনাথ শেঠের ২য় ছােটগল্প সংকলন। যেখানে অচেনা চন্দ্রনাথ পাঠকের বড্ড চেনা! একেই বলে বােধ হয় ‘সাধারণীকরণ'। এক আলাদা ভাষায় ছাপােষা মানুষের করুণ বেহালার ছড় বেজে উঠেছে গল্পে তাঁর। তাদের কান্না, লােভ-লালা লাভার মতাে স্বতােৎসারিত। বিপজ্জনক। আত্মকৌতুক তাঁর গল্পে আ-পা-মাথা জড়ানাে। এক নূতন ধাঁচের গদ্যশৈলীতে লেখা পাঁচটি গল্প, পাঠককে উপহার দিয়েছেন তিনি। প্রচ্ছদ করেছেন শিল্পী অর্ণব চক্রবর্তী।