কালিদাস বলেছিলেন-“দিঙ্নাগানাং পথি পরিহরন্ স্থূলহস্তাবলেপান্।” আর ভবভূতি অনুকূল সমালোচকের জন্য অনন্তকাল অপেক্ষা করতে চেয়েছিলেন। কাব্যসমালোচনার ক্ষেত্রে যুগে যুগে ছন্দ, অলঙ্কার, রীতি , রস ইত্যাদি বিবেচ্য হলেও সংলগ্ন সমাজতত্ত্ব বা ব্যক্তিসত্তাস্বরূপকে কখনোই অস্বীকার করা হয়নি। তাই কাব্যবিচার ফেসবুকোচিত আহা উহু কিংবা মুগ্ধতা গোছের কোন কমেণ্টসবিনিময় যেমন নয়, ঠিক তেমন মোহহীন তত্ত্ব বিশ্লষণও নয়। কবিতার স্বীকৃতি আসলে সহৃদয় পাঠকের হৃদয়ে। এই সহৃদয় পাঠকই হতে পারবেন ভবভূতির অনুকূল সমালোচক।
সম্পাদক শুভদীপ সেনশর্মা, মৌমিতা পাল
Leave a reply