রুমাল
এই যে পাচার হয়ে যাওয়া গাছপালা
এই যে সাঁকোর পাশে উড়ে আসা লাল টিয়া
তিল ও টিলা জড়িয়ে প্রতিদিনের বাঁচা
দেখি শ্রাবণের নদীর জলে ভেসে যাওয়া
রুমাল
লাটিম
জাহাজের ডেকে সাজিয়ে রাখা ডুবসাঁতারের ছবি
অনুমতি ছাড়াই কাহিনিতে ঢুকে পড়ছে লাটিম
আর বিষণ্ণ হয়ে ওঠা সন্ধ্যের মেঘ।
হাততালি ছাড়া বাকি সব অপ্রাসঙ্গিক
স্মৃতি
স্মৃতি কিন্তু বড়জোর ঘুমপাড়ানি গানের মত
কার্নিশের পাশে তোমারই ছায়া
এই সব সাজানো পরিধি জুড়ে লাফিয়ে নামে
ঘোড়া
আমরা হাতঘড়িতে সময় দেখি।
গান গাইতে গাইতে রাস্তা পেরোন
সুপারিকিলার
বিজ্ঞাপন
ছয় ছিদ্রের বাঁশি পড়ে থাকে উঠোনের শ্যাওলায়
মলাট জুড়ে বিজ্ঞাপন।
বিজ্ঞাপনে টিক দিচ্ছি।
দূরে কেউ গেয়ে উঠছে গান।আর পাট তামাকের
হাটে হারমোনিয়াম।
সূত্র
শুধু সূত্র লুকিয়ে থাকে আর আমরা অতিথি শিল্পীর
ভূমিকায়
আগুনে পুড়ে যায় শিকারির ফটোগ্রাফ।
ইজেলে ঝুলে থাকা পাখি সুসংবাদের
মতো
ধানক্ষেতে বাতিল রেডিও।
গামছায় মুখ ঢাকা তান্ত্রিক।
ক্ষত শুকোতে থাকে, কিন্তু ক্ষয়ক্ষতি ভুলি না
আমরা
4 comments on “সুবীর সরকার”
Debasish bhattacharya
খুব ভালো লেগেছে
thealoprithibi
সঙ্গে থাকবেন। ধন্যবাদ।
SANJIBAN ROY
সময় ও সময়হীনতার সহাবস্থান এভাবেই গড়িয়ে যাচ্ছে আমাদের সমগ্র
যাপনে I মিতবাক পংক্তিগুলি সেই ভাবনাই আরো একবার উস্কে দিল l শুভেচ্ছা l
thealoprithibi
সঙ্গে থাকবেন। ধন্যবাদ।