প্রস্তাব
সব ভাগ করে নেব তোর সাথে
অনিয়ম, উচ্চাশা, কড়ি খেলা
লাল দোপাটি, নীল দোপাটি,
বাতাবী লেবু, নীল অপরাজিতা,
রাঙা মেঘ, নীল ফাল্গুন, হলদে খাম,
সব সব ভাগ করে নেব তোর সাথে।
ছোট্টবেলায় স্কুলে যেভাবে টিফিনে ভাগ করে খেতাম
রুটি-তরকারি, সয়াবিন সেদ্ধ,
ঠিক সেভাবেই ভাগ করে নেব
জীবনের সব চাওয়া পাওয়া
তোর সাথে–
তুই পারিস না নিভৃতে গভীরে
আমার সাথে সব ভাগ করে নিতে?
বল মা তারা দাঁড়াই কোথা!
শুক্তো, পোস্ত, মাছের ঝোল,
সামান্য বিরিয়ানি–
হলুদ, জিরে, নুন, লঙ্কা,
হৃদয় কাছে টানি।
সর্ষে ইলিশ দই ইলিশে
ভাবের পাল্লা ভারী,
রান্নাঘরের আলোয় নাচে
কানাড়া দরবারী।
ইমন আছে খুন্তি, হাতায়,
স্যালাড নিরামিষ,
ভালোবেসে হাত বাড়ালো
কোমল কিশমিশ।
পেঁয়াজ, রসুন, কাজু, আমন্ড
সঙ্গে ভাজা ভাত,
তোপসে মাছের ফ্রাইও আছে
কলাপাতায় পাত।
মিষ্টি ভর্তি রসের হাঁড়ি,
ধোকলা, কারিপাতা–
শমন যদি আসে আসুক,
‘বল মা তারা দাঁড়াই কোথা!’
আনন্দস্বামী
এমন নক্ষত্রক্ষণ কে দেখেছে আগে!
কে শুনেছে গান নব পূরবী রাগে!
চরাচর উন্মুক্ত, আলোক দিশারী!
দরজা খুললাম—-কানাড়া দরবারী!
সূর্য-সকালে আলো হেঁটে আসে,
ভক্ত হৃদয়ে দারুব্রহ্ম ভাসে!
আমি অনন্ত, আমি জাগ্রত!
আমি প্রেম, উত্তরভাদ্রপদ!
যদি ছুঁয়ে যাই মন্দির, রথ,
যদি ছুঁয়ে যাই অদীপ গিরিপথ,
তাহলে জ্বলুক আলো ব্রহ্মে।
ঈশ্বর আছেন মনের প্রতিবিম্বে।
এই আলো নিভবে না,
আনন্দ স্বামী চলা তোমার
ফুরোবে না, ফুরোবে না।
কাল
কাল ভেসে যায় স্রোতে
স্রোত ভেসে যায় কালে
কৃষ্ণার্জুন একসাথে পথ চলে।
জল ছুঁয়ে সরে যায় দুর্বাটি,
সোনার চেয়ে খাঁটি কুরুক্ষেত্রের মাটি,
আজও সেই মাটিতে ফসল ফলে।
ফসলে পাওয়া যায় দেশের ঘ্রাণ,
নবীনে নবীনে নবান্ন, স্বর্ণ ধান।
আঘ্রান বেচে দেশ, সংসার চলে।
চাবিকাঠি তাঁর হাতে, দ্রৌপদী;
পঞ্চ পাণ্ডব সখা তাঁর, সপ্ত পদী।
অমর শস্য বাঁধা আছে কুন্তীর আঁচলে।
কাল ভেসে যায় স্রোতে
স্রোত ভেসে যায় কালে
কৃষ্ণার্জুন একান্তে কথা বলে
কৃষ্ণার্জুন একসাথে পথ চলে।
আজকের দিন কেমন যাবে!
সকাল ৬ টা। আলো ফুটছে ভোরে।
নবীন কুমোর দুর্গা মূর্তি গড়ে।
৮ টার গান বড়ে গোলাম মিঞা
‘আমূল দুধ ভালোবাসে ইন্ডিয়া’।
সকাল ১০ টা। অফিসপাড়ায় বাড়ছে ভিড়।
১২ টায় সেক্টর ফাইভ, বৃষ্টি ঝিরঝির।
দুপুর ২ টোয় তুমি-আমি কাছাকাছি।
লাঞ্চে স্যালাড, বিরিয়ানি, উত্তপমে আছি।
৭ টায় বাড়ি ফিরছে শহর, এভারগ্রিন।
ঝুলতে ঝুলতে ফিরছ তুমি, বোতামহীন।
রাত ৯ টায় শুনছি খবর, দেবদুলাল।
বাড়তে বাড়তে বাড়ুক রাত, ‘নমকহালাল’।
Leave a reply