চোখ
বাতাসের ঝরা মোম
পতঙ্গ চোখ থেকে
উড়ছে লোম।
আগড়
গোয়ালের আগড় ঠেলে
বেরোয় আমিশাষী ঘ্রাণ
রোদ পাপড়ি মেলে।
ড্রিবলিং
কার্লোস তেভেজের ড্রিবলিং
আর ভিখু নাপিতের ক্ষৌরকর্ম
দুটোই বড্ড নড়বড়ে।
গান
বটের ঝুরি
ভাঙন সংগীতে
মৃদু প্রবাহ
নেমে আসছে
ক্ষণস্থায়ী বিকেল
হাঁটছে ঘাসে।
দাহ
অসহ্য দাহ
নষ্টামির ভয়
কুসুম রাগ
বয়ে বেড়ায়
সমাকীর্ণ
ঘুমের দেশ।
হোমকুণ্ড
ক্ষয়ে যাওয়া
নীলাভ জ্যোৎস্নার স্তন
চুষে যাচ্ছে
সে কাপালিক
অগ্নি চুলাধার থেকে ওঠে
বিরতিহীন জ্যোতি।
ডানা
আমার বুকে শুয়ে
সুস্থির মহাকাশ
চির শুদ্ধতম
হাওয়ার পঙক্তি
শস্যল জমিনে
ডানা বিছোয়।
গ্যামেট
চুম্বনের স্বরে
দূরে ভেসে যাচ্ছে
সংক্রমণ
বৃত্ত ভেঙে
নিষিক্ত গ্যামেট
নেভা সূর্য।
শোক
সাইকোপ্যাথ
মনে চটুল হাসি
সরায় ঢেউ
বাজায় তালি
কথার পিঠোপিঠি
অবাক শোক।
খচ্চর
খচ্চরের ছানা
বোকা বানিয়ে গেল
টাইম জোনে
অদৃশ্য নারী
টায়রা খুলছিল
হত্যাশালে।
মা
মা নেই;আছে
শূন্য আসবাব
সাদা চাদর–
ফুলকারি নকশা
পাকদণ্ডী বেয়ে
খুঁজেছি স্মৃতি।
তীর
নদীর ওপারেতে
ভীষ্ম শুয়ে–
সব তীর এসে লাগে বুকে
দমকা শ্বাস নেওয়া
আঁধার লতা দেয়
রক্ত ধুয়ে।
Leave a reply