ক এর উদ্দেশ্যে
(তোমারই হাতে গড়া যন্ত্রে লেখা কবিতা।)
[সেপ্টেম্বরের শেষ দিনে শেনজেনে ফক্সকন কোম্পানির ডরমেটরির জানলা থেকে ঝাঁপ দিয়েছিল এক চব্বিশ বছরের পরিযায়ী শ্রমিক। ফক্সকন পৃথিবীর সিংহভাগ অ্যাপেল আইফোন এর নির্মাতা। একলক্ষেরও বেশি শ্রমিক সেখানে কর্মরত।]
দ্য ওয়াশিংটন পোস্ট
ফোনটা ধরো
বন্ধ অবস্থায় এ হল আমাদের
কালো আয়না, কিন্তু
এ তো কখনোই বন্ধ থাকে না
‘হোম’এর বোতামে চাপ দাও
এবার, আলতো, টোকা দাও
আমার আঙুলের ছাপে গরম তেলের দাগ
তোমার আঙুল যে বোতামে চাপ দিল, তাতে
শেনজেনের শ্রমিকদের জমায়েত ফুটে উঠছে।
ছবিটা মুছে যাবার আগেই
আমি তোমাকে দেখতে পেলাম
দেখলাম, তুমি যন্ত্রের মধ্যে দিয়ে নিজের কবিতাটা আমার বুকের ভেতর লিখে দিচ্ছ
তুমি কি, ঠিক ওভাবেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে,
ঘুমিয়ে পড়েছিলে? যতটা পতনের কথা ছিল, তার চাইতে
বেশি গভীরে কি পড়ে গিয়েছিলে? তুমি কি
আমাকে এইরকম কিছু বোঝাতে চেয়েছিলে
‘আমি আকাশকে ছুঁতে চাই
এই নির্ভার নীলকে
ছুঁতে চাই, কিন্তু এর একটাও
আমি পারি না
তাই আমি
এই পৃথিবী ছেড়ে
যখন এসেছিলাম
ভালই ছিলাম
যখন চলে যাচ্ছি
তখনও ভালই ‘- এই নীল আলোয় বৃষ্টির সূক্ষ্ম কণাগুলো
স্ক্রল করতে করতে নেমে আসছে
২.
চুক্তিপত্রের চারটি বিকল্প আছে। দুটি রাজি হবার বিকল্প ,দুটি অরাজি হবার ।ভুলেও যেন অরাজি হবার বিকল্পে টিক দিও না। রাজি হবার বিকল্পদুটিতে টিক দাও। যদি অরাজি হবার বিকল্পে টিক দাও, তাহলে চুক্তিপত্র বাতিল হয়ে যাবে।
৩.
কী দেখছো? ক্ষুরধার
আলোর নিচে
নীল ছবি, নীল জ্যাকেট পরিচয়পত্রগুলি
বহু আগে জমা পড়ে গেছে, তুমি
আঠাশ ঘণ্টা জার্নি করে এসেছিলে
নিয়মগুলো জেনে নাওঃ লম্বা নখ নয়
মেঝেতে বসা কিংবা হাই তোলা নয়
কথা নয়, দ্রুত হাঁটা নয়
দেরি নয়, অস্থায়ীত্ব নয়, বালকোচিত কাজ নয়
পরিবার নয়, যদি ঘুম পায়
আর যদি মেশিন এর উপর ঢলে পড়ো
সেখানে একটা খোলা তার আছে, তোমাকে
বাঁচাতে কেউ এগিয়ে আসবে না, তুমি
পড়ে গেলে, স্টুল থেকে গড়িয়ে গেলেও
কারখানাকে হেমন্তের নর্দমার মতোই দেখাবে
একটা ঝোপের মধ্যে থেকে একটা চুল
ঝরে যাওয়ার মতই।
৪.
বাথরুমে যাবার জন্য শ্রমিকদের হাতে ঠিক দশ মিনিট আছে। তাও যদি পরিদর্শক উপস্থিত থাকেন, যদি তিনি শ্রমিকদের অনুপস্থিতিতে তার জায়গায় দাঁড়াতে আগ্রহী হন। বাথরুমে ক্যামেরা আছে। শ্রমিকের ফেরার সময় হয়ে এলে সে না ফেরা পর্যন্ত মাইকে তার নাম ধরে ডাকা হতে থাকবে। সে ফিরল। এবারের মত।
৫.
সেই রাত্রির বৃষ্টির জলে
ভরে যাচ্ছে আন্ডারপাস
কানায় কানায় ভরে যাচ্ছে- এক কাপ ঘোলাটে
পানীয় – স্ফটিকের বাহার – ফ্রেম- বর্ম
এই শহরে যদি তুমি হারিয়ে যাও
তোমার পরিবর্ত বেছে নেওয়া হবে, হাজার হাজার প্রার্থী
লাইনে দাঁড়িয়ে আছে, ঘন্টায় একশো টাকা, কাজে ভুল করে না।
এবার মুখ ঘুরিয়ে দেখো
ট্রেন আসছে
হাওয়া ফালা করে দেওয়া বৃষ্টি, অদম্য বৃষ্টি, হাঁপিয়ে পড়া ট্রেন
তোমার জামায় আগের শ্রমিকের কোন গন্ধ নেই। ওরা এতবার ধুয়ে দেয় তোমার পোশাক
কোন গন্ধ নেই।
জুলিয়্যান গাওয়ার্জ হাভার্ডের ওয়েদারহেড সেন্টার ফর ইন্টারন্যাশনাল এফেয়ার্স এর কৃতী ছাত্র। গাওয়ার্জ সমসময়ের একজন উল্লেখযোগ্য কবি এবং ঐতিহাসিক। তাঁর লেখা ‘একটি অসম্ভাব্য জুটিঃ চিনা সংস্কারক’, ‘পশ্চিমের অর্থনীতিবিদ’, ও ‘বিশ্বজনীন চিনের নির্মাণ ‘ বিশ্বমহলে অত্যন্ত সমাদৃত।
Leave a reply