বঙ্গীয় কড়চা
ধানখেতে রোদ পোহায়
গোখরো, কেউটে, ঠান্ডা রক্ত…
বৃষ্টি আসে। হিম পড়ে। ধান কাটা হয়।
যদিও এরপর হওয়া কৃষক-মৃত্যুতে
সাপের কোনো ভূমিকা নেই
২.
দান নিতে হয় বলেই
একজন মানুষ গরীব
দান নেবে বলেই
একজন গরীব, কেবলমাত্র একজন গরীব
এবং অপমানকে আত্মবিশ্বাস করে
বিনাবাধায় সবকিছু গ্রহণ করবে বলেই
একজন গরীব
আজীবন গরীব-ই থাকে…
৩.
কতগুলো কাঠের পুতুল
কাঠের গলা মালায়
পিছনে কিছু প্লাস্টিকের সমর্থন নিয়ে
ঘুরে বেড়াচ্ছে— কলকাতায়
যদিও তারা কখনওই
সাঁওতাল পরগনায় যায় না!
ভাত রাঁধতে আজও কাঠের চাহিদা অমলিন
৪.
হাত থেকে আয়না পড়ে
আর সক্কলে ভেঙে যায়
কাচের টুকরোয়
কেটে যায় পা
যেহেতু, সামান্য আলুচাষির ফাটা গোড়ালি
দেখাও পীড়াদায়ক
অগত্যা কাচের টুকরো সরাতে
বাণিজ্য হয়ে ওঠা কবিটি ঝাঁট দিতে থাকে
ঝাঁট দিতেই থাকে…
৫.
বাঁ-দিক ঘেঁষে চলার
একটা স্বাস্থ্যকর অভ্যেস ছেড়ে
ট্রাফিক ভেঙে
ডানদিকে গাড়ি চালিয়েই কত না অ্যাক্সিডেন্ট!
কত না সংঘাত!
লাল হয়ে গেছে রাস্তা…
4 comments on “অর্ঘ্যকমল পাত্র”
সৌরভ মাহান্তী
ভালো লাগলো।
সৌরভ মাহান্তী
বাহ! ভালো লাগলো।
Namrata
Inquilab jindabad
Akash Mukherjee
এক, চার এবং পাঁচ, অসাধারণ