চাঁদামামা
কোন্ মামা সবাকার বলতে কজনা পারো?
জানি জানি বলবেই সত্যিটা এইবারো।
চাঁদামামা উত্তর জানা আছে সব্বার
রাতে তার জোছনায় আলোময় ঘরবার।
একবার আকাশের চাঁদ ছিলো –
মা আমার কপালেতে টিক দিয়ে বলেছিল,
আয় আয় চাঁদামামা। কতো ভেবে ঘুমঘোরে –
কতোবার মনে আছে চাঁদ এসে গেছে ফিরে।
এত আলো শহরের! এত ধোঁয়া শহরের!
চাঁদ দেখা ভার বড়ো। আকাশ তো বহরের
বড়ো নয় আজকাল। বলে দাদু শোনো নি কি
চাঁদদেখা সোজা নয়, চাঁদধরা বাপরে কী!
চাঁদে আর বুড়ি নেই। চরকাতে কাটে না সে
সুতো। বাঁধে না বাছুর কদমের গাছপাসে
শুনে দাদু বললে, কী অদ্ভুত কথা মউ বলো!
হ্যাঁ গো দাদু জানো না তো বিক্রম বলে গেল–
বিক্রম জানা আছে? না না সেই গুগাবাবা
সিনেমার ছেলেটার কথা বলি নি গো বাবা;
চারপেয়ে যন্ত্রের চাঁদে নামা রোবোটের
কথা দাদু শুনেছো তো চাঁদে তার ভ্রমণের?
পত্রাণু
জলের দাগের ক্ষত মিলালো আকাশে বহমান
হৃদিমন্থে যা বলেছি যা লিখেছি প্রণয়-প্রপাতে
জানি তুমি ভুলে থাকো মনে পড়া শ্রেষ্ঠ ভালবাসা
যাপনের যন্ত্রণারা দিন হয়ে ঝরে পড়ে রোজ
আজ থাকুক ঘরকন্না প্রজাপতি বাঁধনের স্মৃতি
নৈমিত্তিক বাহুডোর চির শয্যা আলোড়ন রীতি
মুঠোফোন পড়ে থাক দূরে যাক ওয়েব ভার্সন
যেদিন দু’খানি ঠোঁট কাছে এসে খুঁজে ফিরে ছিল
চির অনন্ত প্রতীতি তুমি জানো দীর্ঘ অনুধ্যানে
স্মৃতি যতো সুখ দ্যায় দুখ দ্যায় তারও চেয়ে বেশি
দুকলম লেখাটুকু বুকে ভরে শ্বাস নিও শুধু
লাইন
লাইন সোজা করো বাঁকা হচ্ছে লেখা।
ছোট থেকে রেখা টেনে এখনো নিজেকে
সিধে করা গেল না
বাসে ট্রামে ব্যাঙ্কে শুধু লাইন লাইন
দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষে শেখা হয়ে গেল
লাইন মারা কাকে বলে।
আজ দীর্ঘ সারিতে প্রতীক্ষায় অতিমারী
একলা গুণে চলি নিভন্ত দীপের লাইন।
সুজনেষু
কাছে কেউ নেই হৃৎস্পন্দন শুনে যাবে মনে
গাছ থেকে পাতা চোখ থেকে দুটি বিসর্গ বুঁদ
পরিশেষে সেই পৃথিবীটা গোল তাত্ত্বিক ঘোরা।
দেশলাই ঠুকে উষ্ণ আনবো শীত বড়ো জ্বালা
ঠোঁটে কতোদিন ঠোঁট আসেনিকো সিগারেট জ্বলে।
দুমুঠো অন্ন রাত হলে খাবো নির্জলা অ্যাকা
এসো অরণ্য বিরাট ডাইনো আমার দোসর
ফিরে যাই শেষে স্লগ ওভারের উচাটন ম্যাচে
দিনলিপি লিখি কারা বেঁচে আছে কে কে আছে পাশে
কাকিনী সংবাদ
বেল পড়ল কাক ডাকল
তাল পড়ল কাক উড়ে গেল
বেল তাল কুড়িয়ে নিয়ে গেছে
কাক দেখল কার্নিশে বসে
বাড়িতে আর কাক চিল বসে না
ঘুঘু চরে না উঠোনে
পাখিরা বিলুপ্ত প্রজাতি
সেলফোনের অ্যালার্মে বাজে কাক ডাকা ভোর
নুড়ি ফেলে নয় স্ট্র ফেলে
তলানিটুকু শুষে নিচ্ছে বায়সবৃন্দ
Leave a reply