মোহরদা
একটি কবিতা সিরিজ
দুঃখ
কেমন ভারী হয়ে যায় যে সব
সব মেঘ জমে বুক ঘিরে
দুঃখ, আজন্ম শৈশব
দুঃখ মোহরদা কে ঘিরে।
মুহুর্ত
বলেছিল ঋণী, আমাদের চন্দ্রবিন্দু
কিন্তু ঋণী কেন হবো?
মুহূর্ত আমার জন্যে ঋণী।
আমি মানুষ। আমিই পস্তাব।
কি বলো মোহরদা!
অস্থির
ভাবনাদের আনাগোনা
তাদেরই প্রশ্রয়।
আমি ভাবতে চাইনি জীবন এরম
কিন্তু রোজগারের জীবন এমন হয়।
মনে যাচ্ছে, মোহরদা, আমি বলেছিলাম
কিছুটা এরকম।
তুমি বকলে আমাকে ডেকে, তুমি বললে
শোন চুপ করে, প্রিয় ভাবনারা
জানেনা ব্যাকরণ।
আলাদা
খুঁজি সবকিছু আলাদা
শেষ হয় সবকিছু খোঁজার
বুঝিনি, মোহরদা বলেছিল পেয়াদা
সেটাই, শুরু অনেক বোঝার।
চিন্তা
করেছি, অনেক আরো করবো
বহুরূপী। মোহরদা বলেছিল
চিন্তা, হৃদরোগ-সম কূপ-ই
শুনিনি সে কথা, আর চিন্তা করেছি আরো
এ কবিতা মানুষ লেখেনি
তাই চিন্তা বেড়েছে আরো।
Leave a reply