ঝিপঝিপে
ঝিপঝিপে বৃষ্টিতে
ছিপছিপে মেয়েটি
ভিজছে
বজ্র ও বিদ্যুৎ
ঝলসানি তার খোঁজ
নিচ্ছে?
যে-গোপন কান্নায়
ভিজে যায় তার মন
বৃষ্টি
এই ঝড় থামে যদি
তার দিকে ফেরাবে কি
দৃষ্টি?
এ-সুলুকসন্ধান
জানা নেই, মন খুব
টানছে
ঝিপঝিপে বৃষ্টিতে
ছিপছিপে মেয়েটি
কাঁদছে।
মাথুর
হায় এ কী অরাজকতা মুলুকে
হায় এ কী অনাচার
প্রেমের তাড়সে তনু পুড়ে খাক
পাই না তবু দীদার
যে-তরু রোপণ মনের ভেতরে
বৃষ্টির পিপাসায়
চোখের জলেই তার সিঞ্চন
প্রাণ রাখি কী আশায়?
চৈত্রপবন আগুনে পোড়ায়
কোকিলের ডাক প্রাণ
কেড়ে নিতে চায়, মাতাল ভ্রমর
ফুলরসে করে স্নান
মনসিজ-জ্বালা দ্বিগুণ বাড়ায়
বসন্ত নিদারুণ
ওঠবোস করে রাত্রি পোহায়
দুচোখে জ্বলে অরুণ
কাঞ্চনরুচি রুচির অঙ্গ
হয়েছে আজ মলিন
ধূলিধূসরিত পথে পথে ফিরি
ফণী যেন মণিহীন
মঞ্জু বিকচ কুসুমকুঞ্জে
আর কি হবে না দেখা
মৌমাছিদের গুঞ্জরনের
অবরোধে আমি একা!
বৃষ্টির ভেতর দিয়ে
বৃষ্টির ভেতর দিয়ে আমার তোমার দিকে চলা
সেই কথা ফুটে ওঠে যে-কথা হয়নি আজও বলা?
আলুল চুলের মতো মেঘগুলো কীসের আশ্লেষে
আকাশ আঁকড়ে ধরে উন্মাদিনী যোগিনীর বেশে
বজ্রাঘাতে সে জাগায় উদাসীন ঘুমন্ত আকাশ
কাঁধে এসে পড়ে তার তড়িতের আতপ্ত নিঃশ্বাস
যতক্ষণে সে-আকাশে না ফোটে আমূল ধারাজল
বিদ্যুৎবাহিনী লাস্যে ভরে দেয় গভীর অতল
অন্ধকারে বসে আছে অপেক্ষায় প্রস্তরিত বেদী
কতক্ষণে আসবে, গো, ও আঙুলে জ্বেলে দেবে দীপ?
তোমার নিপুণ হর্ম্যে
তোমার নিপুণ হর্ম্যে সাত মহলের প্রহরায়
কত যে চাঁদনি রাত বসে আছে মুগ্ধ অপেক্ষায়
কপালে একটি তারা এই বুঝি ফুটি-ফুটি করে
দুই গালে সূর্য বুঝি উষা আর গোধূলিকে ধরে
তার আভায় নাকছাবি রাতদিন ঝিকমিক জ্বলে
ও দুটি চোখের নদী নম্র কুলুকুলু বয়ে চলে
আর ঠোঁটে ফুটে ওঠে কতক্ষণে দু-ফালা গোলাপ
মধুবাহী জিভ যেন শুষে নেয় জীবনের তাপ
রাজহংসীর গলা বেয়ে নামে রম্য বেলাভূমি
সেখানে যুগল চাঁদ বুকে ধরে দাঁড়িয়েছ তুমি
তোমার উদরে ধরে একফালি উদার আকাশ
সুঠাম নাভির ডৌলে মধুকূপী রসের উদ্ভাস
ও নিম্ননাভির নীচে আধফোটা পুষ্পের সম্ভার
শঙ্খ, ঘণ্টাধ্বনি বাজে খুলে যাবে সে-দশমী দ্বার?
অভিসার
বুকের ভেতর বুদবুদিয়ে
ফুটবে যখন হাসনুহানা
ওই শিবিরে রাতদুপুরে
ঠিক তখনই দেব হানা
রাত-পাহারা আলগা রেখে
প্রহরী সব ঘুমে কাদা
শুধু তোমরা উদলা দু-বুক
চাঁদের আলোর সুরে সাধা
কটির কাছে খসখসিয়ে
নামছে গো ওই রাতের পোশাক
দুই সুমেরু উঠছে কেঁপে
হিম হিমানী যাক গলে যাক
উষ্ণ রোমশ অন্ধকারে
হাসনুহানার গন্ধ ছোটে
পার্লরে যে ক্রিম মেখেছ
যাক মুছে যাক জিভ আর ঠোঁটে?
Leave a reply