কালো
সাদা লিখতে লিখতে আমরা কালো লিখে ফেলি
আমাদের ভেতরে কালো বাইরে সাদা
আসলে রঙ নিয়েই আমাদের কারবার
আমরা রঙ ব্যবসায়ী
আমাদের যাপন ঘিরে অজস্র রংচটা দেয়ালের গল্প
সযত্নে মুছে দিই রক্তের ধারা। অন্ধ চোখে।
নৈঃশব্দের গভীরে হারিয়ে ফেলি
বোবা প্রতিবাদ
বুকে করে বয়ে নিয়ে চলি
ক্রমশ বেড়ে ওঠা আগাছা
অপরাধের
আমাদের অরণ্য জুড়ে শুধুই কালোর মিছিল
বৃষ্টি ধুয়ে দিতে পারেনি সবটা
বাইরের কালো দেখে আঁতকে উঠি
অন্তরের কালো কে সরাবে?
কালো শব্দের নীচেই
চাপা পড়ে আছে একটা আস্ত শহর
ঝড় বাদলের কবিতা
বিন্দু বিন্দু জলকণা
জাগায় মহাজাগতিক তৃষ্ণা
রং বদলের পালা আবার ফিরে এসেছে
মন থেকে মনের ঘরে যেতে
জেগে অথই সাগর
দূর থেকে ভেসে আসছে উজান মাঝির
ভাটিয়ালি সুর
নদীর বুকের উত্তাল যৌবনে
ভেসে যাচ্ছে বছর ষোলোর একটি মেয়ে
নাম তার সাগরিকা
নৌকার পাটাতনে টানটান শুয়ে আছে বৈঠার ভেজা দীর্ঘশ্বাস
জলে আঁকা জীবন জুড়ে অজস্র রং মিছিল
নিমেষে মিলিয়ে যায় জলে
তৃষ্ণা শোনায় রাত্রি ভোর হবার
গান
বিন্দু বিন্দু জলে ভাসে
গোটা একটা জীবন
সাথী
ভাবনারা ছুঁয়ে যায় তোমায়
যেভাবে বৈরী বাতাস ছুঁয়ে যায় জল
অসমতল
তোমার মন ভেজে না সহজে
পদ্ম পাতার গা
শুশুক হৃদয় ডোবে আর ভাসে
কাটে ডুব সাঁতার
আমি না ছুঁয়ে ছুঁয়ে দেব তোমায়
সাথী করে নিয়ে যাব
আমার দূর সেই দেশে
যেখানে স্বপ্নেরা মেঘ হয়ে ভাসে
এসো ছুঁয়ে দাও হাত
প্রহরী
রাত ডুবে যায় নীল গরলে
জোছনার আলো বেয়ে
নেমে আসে গভীর এক দীর্ঘশ্বাস
জোনাকির হাত ধরে
সারারাত বসে থাকি কনকচাঁপার বনে
তুমি চাঁদ হয়ে আলো দাও
সারারাত
নাগরের জলে
নাগরের টলটলে জলে
ভেসে যায় স্বপ্নীল মেঘেরা
ভেসে যায় পুরাতন ইতিহাস কথা
আদিগন্ত খোলামেলা বাতাসের প্রেমালাপ
মনু মাঝির ভাটিয়ালির সুরের মূর্ছনায়
ঢেউ ওঠে নদীর তরঙ্গায়িত বুকে
মানুষের দুঃখ-সুখের জীবনগাথা বুকে নিয়ে
নাগর বয়ে চলেছে আপন খেয়ালে দিনের পর দিন
মাসের পর মাস,বছরের পর বছর
বিরতিহীন সেই চলায়
ক্রমশ মিশে যেতে থাকি আমি
মিশে যেতে থাকে আমার যাবতীয়
নাগর জানে মনের সব গোপন কথা
ফেলে আসা শৈশব স্মৃতি,লুকোনো আবেগের ঢেউ,
দুঃখ সুখের আলাপন,সময়ের অভিঘাত সব
নাগর চেনে সব গোপন ব্যথাদের
সে ছুঁয়ে দিলেই মন শীতল হয়ে যায়
তাঁর কোনো চাওয়া নেই,অভিমান নেই,ক্লান্তি নেই
নিরুদ্বেগ সে চলায়
আমার মনের দুকূল ছাপিয়ে সে বয়ে যায়
ভালবাসার পরশ বুলিয়ে সে বয়ে যায়
আর নাগরের স্নিগ্ধ জলে মন ডুবিয়ে
সারা বিকেল একা পাড়ে বসে আমি
গেয়ে চলি অন্তহীন ভালবাসার গান
Leave a reply