ভারতীয় ঋষিগণ বলতেন কাল নিশ্চল। অতীত-বর্তমান-ভবিষ্যৎ নিয়ে অনন্ত মহাকাল। সাধকের কাছে কাল স্থির, মন স্থির বলেই। মন চঞ্চল বলেই চিন্তার পরিসমাপ্তি নেই। সবই চক্রাকার বা স্পাইরাল – তা যাই বলি বা মানি, আসলে বেঁচে থাকা এক ঘোর কিংবা জ্বরের ঘোর। তবে এ ঘোর বড়ো ভালো। এ ঘোর সৃষ্টির, যাপন সৃষ্টির, রসসৃষ্টির। এ ঘোর কাটলেই মরণ। সৃষ্টি কালের অধীন – ‘কালায়তি সর্বানি ভূতানি’। কবিতাও। মানবমনে রসের জন্মে যে কবিতার উদ্রেক তার সার্থকতা রসনিবৃত্তিতে। এ চক্রও কালবহির্ভূত নয়। ষাট নাড়ী হোক বা কল্প, পরাশর সিদ্ধান্ত হোক বা টলেমির মত, কাল ও কবিতায় কখনো ছেদ পড়েনি। কবিতা নিজেই সৃষ্টির মহাযুগ।
সম্পাদক শুভদীপ সেনশর্মা । সহ-সম্পাদক মৌমিতা পাল
Leave a reply