অলৌকিক বিশাখায়
১
পাহাড় আর সমুদ্র
শুধু ভূগোল বইতেই
একসঙ্গে থাকবে
এমন কথা তো নেই
গড়ন না মিললেও
এক ঠাঁই হতে পারে
এতগুলো শুরু
শেষ পেরিয়েও
শেখা হল না
২
সমুদ্র বেশ দূরে
বালির ওপর দিয়ে
যে হেঁটে যাচ্ছে
তার পিঠে আমি
তবু আমারই সারা গায়ে
ঢেউয়ের দুলুনি
পয়সা দিলেই সওয়ারী হয়
লাগাম হাতে আসে না
৩
ট্যুরিস্টের একটা
পোষা ক্যামেরা থাকবেই
নতুন যুগল তো
মরা কাছিমটাকেও
বাদ দিল না
কাছিমের পিঠে
মন্থনের দাগ
লেন্সে আঁটে না
৪
সমুদ্র তখনই মায়াবী
যখন সে অদৃশ্য
দূরের আলো তাকে
মিথ্যে করে দেয়
ভালোবাসি বলেই
সস্তা কাচের মধ্যে
নানা রঙ খুঁজে নিই
পাশের দোকানে
হাসিমুখে বিক্রি হন বুদ্ধ
পাথরের বুদ্ধ
৫
প্রশ্নের চড়াই
পাক খেতে খেতে
পৌঁছে গেছে
আরও বড় প্রশ্নের তটে
সমস্ত ভিউপয়েন্ট
ঝলসানো মাংসের
গন্ধে মাতোয়ারা
এই পাহাড় এই খাদ
নতুন কিছু তো নয়
তবু প্রতিটা বাঁক
পেরোনোর পরে
আরেকটু যেন
হালকা হয়ে উঠি
রাত নামে
অলৌকিক বিশাখায়
8 comments on “কবিতা : অমর্ত্য বন্দ্যোপাধ্যায়”
ছায়ারোদ
কবি অমর্ত্য বন্দ্যোপাধ্যায়ের কবিতা ফটোগ্রাফির মতো শব্দবন্ধ ব্যবহার।
অচিন্ত্য রায়
পোষা ক্যামেরা প্রতিটা লেখাই ভালো রে…
madhusree
কাছিমের পিঠে / মন্থনের দাগ / লেন্সে আঁটে না – খুব ভালো লাগল।
Shirsha Mondal
বেশ ভালো। পাশের দোকানে হাসিমুখে বিক্রি হন বুদ্ধ, পাথরের বুদ্ধ!
অমর্ত্য বন্দ্যোপাধ্যায়
দাদা❤️
অমর্ত্য বন্দ্যোপাধ্যায়
ভালোবাসা❤️
অমর্ত্য বন্দ্যোপাধ্যায়
পড়ার জন্য ধন্যবাদ…
অমর্ত্য বন্দ্যোপাধ্যায়
'পাথরের বুদ্ধ' – অংশটুকু প্রথমে অত্যুক্তি মনে হচ্ছিল নিজেরই, পরে প্রয়োজন বোধ হাওয়ায় রেখে দিলাম। আপনাকে অভিবাদন…