পাঁচটি কবিতা
১
এই আছ,এই নেই আর
তুমি ওই হাল্কা হাওয়ার
মত অনায়াস হয়ে আছ
কাছে আসো,হাসো চোখ মেলে
এতই সহজ যদি তুমি
তবে আজ
পরিযায়ী মেঘেদের মত
কোথায় হারালে?
২
পুরনো ভাষায় কথা বলি
জঙ-ধরা,টুটাফাটা কথা
কী জানি কাহার মত ওরা
পুরাতন প্রেমের বারতা?
তোমরা নতুন কথা জানো
\’আধুনিক\’ তোমাদের কাছে
যত পড়ি তত দেখি তবু
নির্মাণে স্বেদ লেগে আছে…
৩
যেসব হারিয়ে গেছে আজ
ফিরবে না কোনদিন আর
ফাঁড়ির মাঠের বুড়ো নিম
তোমাকেই আজ দরকার
আবার ফিরিয়ে দাও সেই
কালবোশেখির ঝোড়ো স্মৃতি
রুপারোপ কে-বা জানে বলো
কে জানে কালের সেই দিঠি!
৪
এক ঘুম থেকে জেগে উঠে
অন্য ঘুমের দেশে যাব
মাঝখানে কিছু পথ হাঁটা
তারপর হাওয়ায় হারাব
হয়ত-বা সেইপথে যেতে
হটাত তাহার পাব দেখা
সে কি তবু চেনা দেবে বলো?
একা আমি হব আরও একা…
৫
এ-জীবন গোলকের ধাঁধা
এ-জীবন পর্দানশিন
ওই পারে যেন কিছু আছে
এই পথ ভীষণ গহিন
দুটি পথ তবু জানি কভু
কোনদিনও মিলবে না হায়
এক পথ শুধু আলোঝরা
এক পথ ভেজা বরষায়…
11 comments on “কবিতা : পার্থপ্রতিম মজুমদার”
নেভানো আলো
ভালো লেগেছে। মতো
Shirsha Mondal
সুন্দর
অনিমেষ মণ্ডল
পার্থদার কবিতা বড় প্রিয়
অনিমেষ মণ্ডল
পার্থদার কবিতা বড় প্রিয়
অমর্ত্য বন্দ্যোপাধ্যায়
'নির্মাণে স্বেদ লেগে আছে …'
পার্থপ্রতিম মজুমদার।
This comment has been removed by the author.
পার্থপ্রতিম মজুমদার।
ধন্যবাদ।
পার্থপ্রতিম মজুমদার।
ধন্যবাদ।
পার্থপ্রতিম মজুমদার।
আনন্দ অনিমেষ…
পার্থপ্রতিম মজুমদার।
ধন্যবাদ।
পার্থপ্রতিম মজুমদার।
This comment has been removed by the author.