১.
গায়ে রক্ত লাগলে কার ভালো লাগে, বলো
পথেরও তো ক্লান্তি আসে
বলে বাড়ি যাও, নিশ্চিন্তে ঘুমোও
২.
খিদের দিকে গড়িয়ে যাওয়া নেই
রুটি কোন পাপের ফসল
৩.
পাথরও তুলো হয়ে যায়
শরীরে এমনই ঘুম
রাষ্ট্র আসে, শাশ্বত শান্তি দিয়ে যায়
৪.
ঋতুকে মিথ্যে করে হাঁটে পরিযায়ী
ওদের সীমানা নেই
পা ভারী, তাই টাকার মত উড়তে পারে না
৫.
লং মার্চ নয়। তীব্র অনিশ্চয়তা
মুখে রক্ত উঠে নিথর হয় শিশু
রাষ্ট্র, এখনও বলবে তুমি জনকল্যাণকর?
৬.
সন্তান এখন সামগ্রী
বয়ে চলে ভারবাহী পিতা
ফ্যাসিবাদ, এই কান্না কোনোদিন মুকুব হবে না
৭.
চতুর্থ স্তম্ভ, নড়ে গেছে বহুদিন
তুলো আর ত্রাণ যেন বিচার ব্যাবস্থা
কান্নার চোখ বন্ধ করে ব্যালান্স শেখায়
৮.
বাজেট তো আর শস্য নয়
জনতা এখন খচ্চর
তুমি হাঁটো বিরামহীন, আত্মনির্ভর ভারত
3 comments on “কবিতা : মনোজ দে”
Shibaprasad Gorai
খুব ভালো লাগল
Biswajit Mahata
\”পা ভারী, তাই টাকার মত উড়তে পারে না\”চমৎকার ❤
নীলা
ভালো লাগলো