স্বপ্নের ভেতর তুমি কতোবার বদল করো স্ট্রাকচার!
দিনমান জেগে থাকা তো
নাইট সুগারশপে
একঠাঁয় দাঁড়িয়ে দেখা লেবুবাগানের মেহনত।
বাইবেল বিবরণে ভরা দীপবৃক্ষের;
সুসমাচার পেতে হলে
যেতেই হবে
তামসী-তারার কাছে৷
সে-ই তো একমাত্র
জানতে পারে,
কালো কেশবাহারের ভিড়ে -কোথায় আমার তুমি,
নীল নাশকতা,
ন্যাড়াকুন্তলা?
২.
বেঁচে থাকা ফুরোতে হলে দুঃসাহসী দুঃস্বপ্ন লাগে৷
বাস্তবের দাসেরা শুধু
শ্বাস নেওয়ার প্রকরণ খোঁজে। আমাদের রবিশস্যের মাঠ, কালেকটিভ কনশাসনেস, আমাদের আতুর উর্বরতায় সাজানো কিচেন।
বিকেলে কী-
চা না
কফি?
৩.
ঝড় নাকি থামবে।
ঝড় কেন থামবে?
ঝড় রুখতে চেয়ে
রুধিবে কেন
চৈতালি ঘূর্ণির গতি!
৪.
পেতে
পেতে
পেতে চাই,
অফুরান
আলোর আসমান।
কী হবে তবে আকাশের
এতিম কালো তারাটার?
৫.
চন্দ্রজননী ঘিরে
বাংলা কবিতার
লোফালুফি শেষে
কবি,
তোমাকে যাবে তো পাওয়া
তার অন্ধকার জানাজাতে?
Leave a reply