‘কবিতা কী ও কেন, এই নিয়ে প্রশ্নের সময় বারবার এসেছে ও আসেনি। বহুকাল ধরে পাওয়ার অতিরেকে না পাওয়ার কথা চাপা পড়ে গেলে মাটি ফুঁড়ে উঠে আসতে চায়। সেই চাওয়ার ফল থেকে জমে ওঠে এখনকার কথা। সেই কথা সকলের, যারা নরম স্বরের মানুষ তাদের যতটা, যারা কর্কশ, তাদেরও ততটাই। যা বোঝা যাবে তার চেয়ে অনেকটা না-বোঝা যাবে হয়তো। কারণ খুব খিদে পেলে অনেকসময় খিদের বোধ চলে যায়। আমাদের খিদে বিশ্বগ্রাসী। অথচ তার ক্ষুদ-কুঁড়োটুকু পেলে আমরাই ঈশ্বর হতে পারতাম।’

