গ্রিক কবি অদিসিয়াস এলিটিস ১৯৭৯ সালে নোবেল পুরস্কার পান। আধুনিক গ্রিক সাহিত্যের অন্যতম জনক বলা হয় তাঁকে। তাঁর বিভিন্ন কবিতার বই থেকে এই বইয়ের কবিতা অনুবাদ করা হয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন শুভদীপ সেনশর্মা।
নসিম শফি (জন্ম ১৯৫২) আধুনিক কাশ্মীরি সাহিত্যে একজন উল্লেখযােগ্য নারীবাদী কবি। তিনি প্রথম কাশ্মীরি মহিলা যিনি ২০১১ সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন। কাশ্মীরের ঝাক্ষুব্ধ পরিস্থিতি থেকে শুরু করে বহুবিধ বিষয় নিয়ে তিনি লেখালিখি করেছেন। শ্রীনগরে এক মধ্যবিত্ত পরিবারে কবি জন্মগ্রহণ করেন। কাশ্মীর বিশ্ববিদ্যালয় থেকে কাশ্মীরি ভাষা ও সাহিত্যে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে পেশা হিসেবে বেছে নেন অধ্যাপনা। লেখালিখি করেছেন কাশ্মীরি ভাষায়। প্রসঙ্গত জম্মু ও কাশ্মীরে যে ভাষাগুলি প্রচলিত তা হল ডােগরি (প্রধানত জম্মু অঞ্চলে) কাশ্মীরি (কাশ্মীর উপত্যকায়)। এছাড়া হিন্দি, উর্দু ও ইংরেজিও রয়েছে। কাশ্মীরি বা কশুর ভাষা ইন্দো-আর্য ভাষাগুলির মধ্যে ডার্ডিক উপভাগের অন্তর্ভুক্ত। আফগানিস্তানের পূর্বভাগ, পাকিস্তানের খাইবার পাখতুনখােয়া ও উত্তর পাকিস্তানের গিলগিট বাল্টিস্তান প্রদেশে এই ডার্ডিক ভাষা প্রচলিত। কাশ্মীরের সত্তর লক্ষ মানুষ কাশ্মীরি ভাষায় কথা বলে থাকে। এই ভাষা লিখিত হয় শারদা, দেবনাগরী এবং বর্তমানে পাসো-অ্যারাবিক লিপিতে।