শর্তাবলী প্রযোজ্য চিরকাল অবিশ্বাসী আচারে বিচারে সিঁদুরের লাল থেকে এঁটো ছোঁয়াছুঁয়ি অসহ্য অপ্রেমে স্পর্শে কিংবা আদরে এ বাবা এভাবে মেয়েদের যেতে নেই উচ্চগ্রামে হাসি ঠাট্টা! দুটো মেয়ে একা! যে সয়, সে রয় মার্কা কথামালা দিয়ে সাজাতে চেয়েছে যারা উচ্চাসনে বসে বিশুদ্ধ ঘৃণার চোখে দেখেছি তাদের ভালবাসা বোধকরি তত শুদ্ধ নয় প্রতিশোধ তোমার জানা উচিত। হাতে কোনও ঠিকানা না নিয়েও শব্দেরা যে পৌঁছে যেতে পারে ঠিক ঠিকানায়, সেটা জানা উচিত। তাই বার বার ঠিকানা বদল করেও লাভের লাভ কিস্যু হবেনা শুধু শুধু বাক্স প্যাঁটরা বেঁধে বর্তমান প্রেমিকটিকে দিয়ে সেসব বইয়ে গলির ভেতর গলি তার আবার ডান দিক বাঁ দিক। তারপর দোতলা একতলা। তালা, চাবি। জানালা দরজা খেয়াল রাখা সব সময়! আওয়াজ হলে বারবার ঘুম ভেঙে যাওয়া। মাঝরাতে তাকে ঘুম থেকে তোলা। ... Continue reading