১
হয়তো ভেবেছিলো
রেললাইন ধরে পৌঁছে যাবে দেশ
হয়তো ভেবেছিলো
হাঁটতে হাঁটতে খুঁজে পাবে জলছাপ
যা ভাবেনি তা হলো
কর্পূরের মতো উবে যাবে
চাকা চাকা স্বপ্ন
২
রঙীন পাখি
সরোবর
চিড়িয়াখানা
চড়ুইভাতি
শীতকাল
এখন বুঝি রক্ত
অন্য দেশ
৩
পূর্বরাগ দেখে নি
অভিসার জানে না
তবু ছুটে চলে ঝড়ের মতো
মেঘে মেঘে পরিযায়ী হয় গার্হস্থ্য
দুটো ভাতের জন্য নিভে গেছে
যে সন্ধান
অবসরে
তাঁর মন
পড়েছো কি
৪
কখনো নিদ্রাহীন
কখনো বুভুক্ষু
কখনো রুদ্ধ
কখনো স্বেদাক্ত
সমুদ্র ভাবলে সমুদ্র
শ্রমিক ভাবলে শ্রমিক
৫
বাংলা নয়
হিন্দি নয়
নয় তামিল, সাঁওতালি
তেলেগু বা মালয়ালম
শীর্ণ মায়ের কোলে
অবুঝ পেটের খিদে
আমাদের জাতীয় ভাষা
4 comments on “কবিতা : সুমনা দত্ত”
জয়ীতা ব্যানার্জী
ভালো লাগলো।
জয়ীতা ব্যানার্জী
ভালো লাগলো।
Unknown
খুব ভালো হয়েছে ।
ছায়ারোদ
সুমনা দত্তের কবিতা আসলে এই জীবনেরই কথা। যেখানে কঠোর বাস্তবতা উপস্থিত।শুভেচ্ছা সকল কবিকে। ভালোবাসা শুভদীপকে একসাথে এতজন কবিকে পড়ানোর জন্য।