হাওয়া এলে
ঝরাপাতার দল
গান শোনায়…
রোদের ওম্
ছায়া আবছায়ায়
ব্যাকগ্রাউন্ড…
নদীর জল
ছলকে ওঠা ঢেউ
স্বরলিপি…
ধুলোর পথ
সুরের কণাগুলি
উড়িয়ে দেয়…
আমার মন কবে
এমন সুরে গান…
তিনটি কবিতা
১.
শব্দ যদি
রিক্ত ভাবনায়–
রক্তবীজ…
২.
পলল চাঁদ
রক্তমাখা রুটি
বর্তমানেষু!
৩.
ঈশ্বর তো মৃত
আমার দিন
আয়াত পড়ে কাঁদে…
হাইকু সনেট -২
দূরের পথ
হেঁটেই সামলাও
হো সাবধান
মুঠির জোর
আলগা হয়ে যায়
খাবার নেই
পায়ের নীচ
ঝলসে উঠছেই
হেই সামাল
শিশুর মুখ
কান্না ফেলে দেয়
বেবাক ঘোর
বুকে বাঁচার ওম
পাথর পেরোবেই…
আলাপ
শব্দাতীত
বজ্রপাত হোক
দেহের অবসানে
রমণ সুখ?
বিহগ উন্মুখ
স্পর্শাতীত গানে।
বাদর মেঘ
তুমুল জল মেখে
ডাহুক সামলায়
এবার সব
যত অসম্ভব
রাগিনী মেখলায়
সবিস্তার আলাপ শুরু হল…
Leave a reply